দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলায় মাছ ধরার জাল চুরির অভিযোগে তহিদুর রহমান বাঙ্গু (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কাউগাঁও হাটখোলা গ্রামে বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে তাকে কয়েকজন যুবক পিটিয়ে গুরুতর আহত করে এবং বিকালে বাড়িতে রেখে যায়। নিহত বাঙ্গু ওই গ্রামের মৃত মেহেরাব আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর চালক।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ওসি আরও জানান, শুক্রবার দুপুরে স্থানীয় ৫/৬ জন লোক নদী থেকে মাছ ধরার রিং জাল ও কারেন্ট জাল চুরি সন্দেহে বাঙ্গুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে রেল লাইন ও লাইনের পাশেই বাঁশ ঝাড়ে আটক করে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা করে বিকাল ৪টার দিকে নিজ বাড়িতে রেখে যান। নিহতের মা অন্ধ হওয়ায় তিনি তেমন কিছু বুঝতে পারেননি। পরে সন্ধ্যার সময় ছেলের সাড়াশব্দ না করলে তার মা চিৎকার দিলে আশপাশের বাড়ির লোকজন এসে স্থানীয় ডাক্তারকে খবর দেন। স্থানীয় চিকিৎসক তৌহিদুরকে মৃত অবস্থায় পেয়ে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।