Saturday, March 15, 2025
Homeদিনাজপুরদিনাজপু‌রে একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পেলেন ৫০ শিক্ষার্থী

দিনাজপু‌রে একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পেলেন ৫০ শিক্ষার্থী

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

দিনাজপুরের বীরগঞ্জে অসচ্ছল ও হতদরিদ্র শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে সহায়তা করেছে গুড নেইবারস্ বাংলাদেশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা মোহাম্মদপুরে গুড নেইবারস্ বাংলাদেশ কার্যালয়ে অসচ্ছল ও মেধাবী প্রত্যেক শিক্ষার্থী ২ হাজার টাকা সহায়তা পান। একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করতে মোট ১ লাখ টাকা হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

শিক্ষার্থী অর্পিতা সেন বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান। লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা পেয়ে খুবই আনন্দিত। উপকারভোগী পবিত্র বলেন, আমার ভর্তির টাকা জোগাড় করতে অনেক কষ্টে হয়েছে। এখন এই টাকা দিয়ে বই কিনব। খুব ভালো লাগছে সহায়তা পেয়ে।

গুড নেইবারস্ বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সিডিসির সভাপতি প্রফুল্য কর্মকার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিডিসি এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ।

এসময় উপস্থিত ছিলেন- সিডিপি অ্যাডমিন কর্মকর্তা আশিকুর রহমান, এস.এ সাপোর্টার কৃষ্ণ রায়, সেচ্ছাসেবী লিডার সামিয়া আকতারসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা।

জেলা প্রতিনিধি- দিনাজপুর

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর