Saturday, March 15, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে আবারো বাংলাদেশ-ভারতের পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

দিনাজপুরে আবারো বাংলাদেশ-ভারতের পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
এনামুল মবিন(সবুজ) দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে প্রায় ৯ মাস পর আবারো রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার মোঃ জিয়াউর রহমান গতকাল বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি রাতে গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেন।
রেলওয়ে স্টেশনের সুপার বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থল সীমান্ত হয়ে ২ দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে তাদের দেশের শেষ প্রান্ত রাধিকাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর বিরল স্থলবন্দর হয়ে বিরল রেলওয়ে স্টেশনে রাত ৯টায় এসে পৌঁছেছে।
তিনি আরো জানান, শুক্রবার সকালে ভারত থেকে আগত পণ্য বোঝাই ট্রেনটি খালাস করার হবে। মালগুলো খালাসের পর পুনরায় ওই ট্রেনটি একই পথে ভারতে ফিরে যাবে।
উল্লেখ্য, গত বছর জুলাই মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ হয় উভয় দেশের মধ্যে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল কার্যক্রম। এর আগে অবশ্য চাহিদা না থাকার কারণে গত বছর মে মাসেই বন্ধ হয়ে যায় ভারতের রাধিকাপুর-বিরল সীমান্ত হয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলাচল।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর