Monday, April 21, 2025
Homeরংপুরতারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাত প্রায় সাড়ে ৯ টার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের ঘনিরামপুর বেলতলি তেল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মটরসাইকেলে করে ২ জন তারাগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু বেলতলি তেল পাম্পের কাছে গেলে পিছন দিক থেকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে মটরসাইকেলের পিছনে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন| এসময় অপর ব্যক্তি মটরসাইকেল চালক ছিটকে রাস্তার পাশে পরে যায়। পরে আশপাশের লোকজন এসে আহত ব্যক্তিকে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

নিহত ব্যক্তির নাম মহুবার রহমা (৫৫)। তার বাড়ি উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর নদীরপাড় গ্রামে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম বলেন, ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর