নীলফামারী প্রতিনিধিঃ
জেলার ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ডোমার সদর ইউনিয়নের আয়োজনে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার(১৮ জানুয়ারি) দুপুরে ডোমার সদর ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সফির সভাপতিত্বে ও সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন।
এ সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমন, শ্রমিক দলের সম্পাদক মোঃ লোকমান হোসেন লাভলু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আখতারুজ্জামান সুমন বলেন, নীলফামারীর কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই সব সময় এলাকার মানুষের কথা চিন্তা করেন। এই শীতে অসহায় মানুষদের কথা মাথায় রেখে তিনি শীতবস্ত্র পাঠিয়েছেন যা আপনাদের মাঝে বিতরন করা হয়েছে। তাই আসন্ন সংসদ নির্বাচনে তুহিন ভাইকে নির্বাচিত করতে আপনারা পাশে থাকবেন। তিনি আরো বলেন তুহিন ভাই সব সময় জনগণের পাশে থাকে।জনগণের সুখে-দুঃখে তাদের পাশে থাকেন।জীবন বাজি রেখে তিনি এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন। তাই তুহিন ভাইয়ের কোন বিকল্প নাই। আলোচনা শেষে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন অতিথিরা।
Facebook Comments Box