Saturday, March 15, 2025
Homeব্যবসা ও অর্থনীতিজমকালো আয়োজনে‌ নীলফামারীতে ইয়ামাহার 'হ্যাপি ডে' অনুষ্ঠিত

জমকালো আয়োজনে‌ নীলফামারীতে ইয়ামাহার ‘হ্যাপি ডে’ অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নাঈম শাহ্ নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইয়ামাহার ‘হ্যাপি ডে’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সদর তেতুল‌ তলা ঘুন্টি এলাকায় ইয়ামাহা পরিবারের সদস্যদের নিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়।

দিনটি উপলক্ষ্যে বিভিন্ন ইভেন্টে খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ামাহার দিনাজপুর জোনের টেরিটরি অফিসার অমিত চৌধুরি ও সরকার মটরসের স্বত্বাধিকারী মনোজ সরকার। এতে অসাধারণ নৃত্য পরিবেশন করেন মনোজ সরকারের মেয়ে সোহেলী সরকার (মুন্নি)।

এসময় মনোজ সরকার বলেন, “আমরা সবসময় গ্রাহকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করি। এই ‘হ্যাপি ডে’ আয়োজনের মাধ্যমে ইয়ামাহা পরিবারের সদস্যদের একত্রিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও আমরা এমন আরও আয়োজন করবো, যেখানে গ্রাহকরা আনন্দের সঙ্গে সময় কাটাতে পারবেন।”

টেরিটরি অফিসার অমিত চৌধুরি বলেন, “ইয়ামাহা শুধু একটি ব্র্যান্ড নয়, এটি একটি পরিবারের নাম। আমাদের লক্ষ্য গ্রাহকদের সেরা সার্ভিস ও অভিজ্ঞতা প্রদান করা, যাতে তারা তাদের যাত্রাকে উপভোগ করতে পারেন।”

এসময় ইয়ামাহা রাইডার্স ক্লাবের মডারেটর মেহেদী হাসান জীবন, সোহেব আহমেদ সজিব, ক্লাবের সদস্য আসাদুজ্জামান আকাশ, ফজলে রাব্বী শান্ত, ফিরোজ আহমেদ সহ সহ আরও অনেকে অংশগ্রহণ করেন এবং আয়োজিত বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং একটি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর