এনামুল মবিন(সবুজ) রিরবন্দর রিপোর্টার:
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী আমিরন সিরাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৩নং ফতেজংপুর ইউপির উত্তর পলাশবাড়ী আমিরন সিরাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মোঃ শাহীন পারভেজ আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উত্তর পলাশবাড়ী আমিরন সিরাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে উত্তর পলাশবাড়ী আমিরন সিরাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি । এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।