মোঃ মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপি এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বুধবার (১৯ মার্চ) পৌর বিএনপির আয়োজনে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান গোর্কি, ঘোড়াঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির থানা সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী,বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, আল-মামুন, পৌর যুবদলের সদস্য সচিব সজিব কবির, ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ রকি, সদস্য সচিব ইফতারুল ইসলাম ধলু সহ পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতের আয়োজন করে খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রায়াত আরাফাত রহমান কোকো, বেগম জিয়া ও ফ্যাসিবাদী সরকারের আমলে নির্যাতনের শিকার নেতা কর্মীদের জন্য দোয়া করে
দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
উল্লেখ্য, বিএনপি বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে, এই ধরনের আয়োজনের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা রমজানের পবিত্রতা ও সামাজিক সংহতি বৃদ্ধিতে অবদান রাখছেন।