Wednesday, April 2, 2025
Homeদিনাজপুরঘোড়াঘাটে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান, আটক ১

ঘোড়াঘাটে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান, আটক ১

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১টি শ্যালো মেশিন বিকল ও ২ টি শ্যালো মেশিন পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম । স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ও থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের পাশে দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ জন কে আটক করা হয়।

আটকৃত ব্যক্তি হলেন, শালীকাদহ গ্রামের তোহিদুল ইসলামের ছেলে এজাহারুল ইসলাম (২৫)।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, চালু উত্তোলন নিয়ে আমরা একটা অভিযোগ পাই, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজ অভিযান পরিচালনা করে ১ জন কে আটক করি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের সাজা দেওয়া হয় এবং কারাগারে প্রেরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, উপজেলা শালিকেদহ গ্রামে বালু খেকরা দীর্ঘদিন ধরে বাড়ি উত্তম করে আসছে। এতে করে ফসলি জমি সহ বসতবাড়ি হুমকি মুখে পড়ছে। দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছি তবে এলাকার লোকদের অসহযোগিতা এবং আমরা যাওয়ার পূর্বে তাদের তথ্য পৌঁছে যেত যার কারণে আমরা সফল হতে পারিনি। আজ গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে একজনকে ধরতে সক্ষম হয়েছি এবং একটি শ্যালো মেশিন বিকল করে দিয়েছি এবং তারা নিজেরাই ২ টি মেশিন পানিতে ডুবিয়ে দিয়েছে। এ সংক্রান্ত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর