Saturday, April 19, 2025
Homeক্যাম্পাসগাজায় ইসরাইলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে বেরোবিতে সংহতি সমাবেশ

গাজায় ইসরাইলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে বেরোবিতে সংহতি সমাবেশ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মাশফিকুল হাসান, বেরোবি প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৭ এপ্রিল ২০২৫) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠ থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, পার্কের মোড় শহীদ আবু সাঈদ চত্বর, শহীদ আবু সাঈদ গেট প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক মাঠে এসে সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উক্ত সংহতি সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেরোবি উপাচার্য। এ সময় তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশসহ সারাবিশ্বের বিক্ষুব্ধ মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন. ফিলিস্তিনের নিরীহ জনগনের উপর ইসরাইলের নির্বিচারে হত্যা ও তাদের ঘরবাড়ি স্থাপনায় হামলার নৃশংসতা সারা বিশ্বের মানুষ দেখছে। ইসরাইলি বাহিনীর ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে শক্ত জনমত গড়ে তোলা এবং অবিলম্বে হামলা বন্ধ করে নিরীহ ফিলিস্তিনের পাশে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান উপাচার্য।

সংহতি সমাবেশে অন্যান্যের মধ্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে ইসরাইলের বর্বরতম আগ্রাসন কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে দেশব্যাপী ইসরাইলি পণ্য বর্জন, ইহুদিদের অর্থনৈতিক অবরোধ প্রদান, অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জোর দাবি জানান।

উল্লেখ্য, গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার (৭ এপ্রিল ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর