Saturday, March 15, 2025
Homeগাইবান্ধাগাইবান্ধায় প্রতারণা অভিযোগে এক যুবক আটক

গাইবান্ধায় প্রতারণা অভিযোগে এক যুবক আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলায় ডিএসবি পরিচয়ে এনএসআই পদে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে মোঃ জামিরুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

আটককৃত মোঃ জামিরুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার ইউনুস আলীর ছেলে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা আদর্শ কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা ওই যুবককে আটক করে পুলিশে দেয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ সেরাজুল ইসলাম।

পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, তিন-চার মাস আগে ডিএসবি পরিচয়ে এনএসআই পদে চাকরি দেয়ার কথা বলে সদর উপজেলার দক্ষিণ আনালেরতাড়ী গ্রামের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত ছাব্বিরসহ ৩ জনের কাছে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত মোঃ জামিরুল ইসলাম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়াছিন আরাফাত ছাব্বিরসহ শিক্ষার্থীরা আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা আদর্শ কলেজের সামনে থেকে জামিরুলকে আটক করে পুলিশে দেয়।

 

এই ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, অভিযুক্ত মোঃ জামিরুল ইসলামকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর