Friday, March 14, 2025
Homeগাইবান্ধাগাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়িতে মিলল বিপুল পরিমাণ টাকা

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়িতে মিলল বিপুল পরিমাণ টাকা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ডেস্কঃ

নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম এর কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে টাকা বহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দসহ ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে এ বিপুল পরিমাণ টাকাসহ গাড়িটি আটক করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য নির্বাহী প্রকৌশলী মোঃ ছাবিউল ইসলামকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তৎপরতা দেখা দিয়েছে। আটক প্রকৌশলীর বিরুদ্ধে কোনো দুর্নীতির সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর