অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ফজলুল হক (৪৫) নামের এক পথচারীর নিহত ও মটরসাইকেল চালক গুরতর আহত হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক উপজেলার আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন করাত কলের শ্রমিক।
স্থানীয়রা জানান, নিহত ফজলুল হক আশার মোড় এলাকায় ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম সড়কের একপাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় ভূরুঙ্গামারী থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পথচারী ও চালক দুজনই গুরতর আহত হয়। গুরতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক পথচারী ফজলুল হককে মৃত ঘোষণা করেন। গুরতর আহত চালক রাজীব মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজীব মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার রনজু মিয়ার ছেলে বলে জানা গেছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।