Monday, March 17, 2025
Homeকুড়িগ্রামকুড়িগ্রামে বইপ্রেমীদের বইয়ের সাথে পরিচয়

কুড়িগ্রামে বইপ্রেমীদের বইয়ের সাথে পরিচয়

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, কু‌ড়িগ্রা‌ম প্রতি‌নি‌ধি :
কুড়িগ্রামে ‘বইয়ের সাথে পরিচয়’ শিরোনামে পাঠক ও পাঠাগার সংগঠকদের নি‌য়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা সরকারি গ্রন্থাগারে জেলার কয়েকজন বইপ্রেমী মানুষ সকাল ১০ টা থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বইপ্রেমী, লেখক, পাঠক ও সংগঠকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পাঠকরা নিজের পঠিত বইকে অন্য পাঠকদেরকে সাথে পরিচয় করিয়ে দেন।

এ সময় সুজন দেবনাথের লেখা হেমলকের নিমন্ত্রণ বই নিয়ে আলোচনা করেছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ চক্রবর্তী, নীহারঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাস বইটি আলোচনা করেন প্রভাষক ও লেখক আবু হেনা মোস্তফা, অশোক মুখোপাধ্যায়ের লেখা সংসদ সমার্থ শব্দকোষ বইটি সুশান্ত বর্মণ, ম্যাক্সিম গোর্কির লেখা পৃথিবীর পাঠশালায় বইটি সাইদুর রহমান, টাইম ম্যানেজমেন্ট, ডোপামিন ডিটক্স ও অন দ্যা শর্টনেস অব লাইফ এই তিনটি বইকে পাঠকদের কাছে পরিচয় করিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন পাঠাগার সংগঠক পলাশ কুমার রায়।

এছাড়াও সফ্লোকিসের কিং ইডিপাস বইটি নিয়ে ইংরেজিতে আলোচক হিসেবে ছিলেন সাহেদুল ইসলাম এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোঃ সিদরাতুল মুনতাহা ঈশপের ‘পিঁপড়া ও ঘুঘু’ ও বইপ্রেমী শিক্ষার্থী টুম্পা রাণী সমরেশ মজুমদারের লেখা গর্ভধারিনী বইটি চমৎকারভাবে উপস্থাপন করেন। বইপ্রেমী শিক্ষার্থী নুসরাত জাহান লেখক আবু হেনা মোস্তফার উপস্থিতিতে তারই লেখা মহারাণী স্বর্ণময়ী বইটি উপস্থাপন করেন।

আলোচনা শেষে উপস্থিতিত সকল লেখক, পাঠক ও পাঠাগার সংগঠকরা তাদের অনুভূতি ব্যক্ত করে এই অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা রাখেন। উপস্থিত সকল লেখক, পাঠক, সংগঠকদের কাছ থেকে লিখিত মন্তব্য গ্রহণ করেন অনুষ্ঠানের আয়োজক পাঠাগার সংগঠক পলাশ কুমার রায়, জয়নাল আবেদীন, নাঈম ইসলাম, বইপ্রেমী মোঃ সাগর মিয়া ও বায়েজিদ বোস্তামী প্রমুখ।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর