Wednesday, April 2, 2025
Homeনীলফামারীকিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ উপজেলায় সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে।

বুধবার ২৬ মার্চ সকাল ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
এরপর শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের নেতৃত্বে উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

শেষে স্বাধীনতা যুদ্ধ ও ৫ আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুজ কাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম,উপজেলা জামায়েত ইসলামী আমির আঃ রশিদ শাহ,সাংবাদিকগণ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর