রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতি
কিশোরগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সমন্বয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫,সুষ্টু, সুন্দর,নির্ভুল সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে আজ মঙ্গলবার ১১:৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্হিত ছিলেন,উপজেলা নির্বাচন অফিসার খন্দকার তারিক বিন তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আসরাফ-উজ-জামান সরকার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মায়া বেগম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, বাংলাদেল জামায়েত ইসলামের আমির আঃ রশিদ, কিশোরগঞ্জ থানার এস আই আলমগীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোতালেব, মাহফুজ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আব্দুল কাইয়ম,শামীম মিয়া প্রমুখ।
নির্বাচন অফিসার তারিক বিন তাহের বলেন,ভোটার হালনাগাদের কার্যক্রম ২০ জানুয়ারী থেকে ০৩ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান থাকবে।কিশোরগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত আছেন ২৩ জন সুপারভাইজার ও ৯৫ জন তথ্যসংগ্রহকারী।
সভাপতিত্বের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, ভোটার হতে ইচ্ছুক নাগরিকদের তথ্য নেওয়ার সময় গুরুত্ব দিয়ে তথ্য লিপিবদ্ধ করতে হবে, যেন শব্দের বানানসহ আনুষঙ্গিক তথ্য ভুল না হয় লক্ষ্য রাখতে হবে এবং সভায় উপস্থিত সকলকে তথ্য সংগ্রহে সহযোগিতা করার পরামর্শ দেন।
Facebook Comments Box