Sunday, March 23, 2025
Homeনীলফামারীকিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের চারজন আটক

কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের চারজন আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়ে প্রতারণা করা চক্রের ৪ জন সদস্য কে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

কানাডিয়ান নকল ভিসা, নকল পাসপোর্ট বিদেশ গমনে সংশ্লিষ্ট ভুয়া কাগজপত্র দেওয়ার নামে বিজ্ঞাপন প্রচার করে প্রবাসীদের কাছে বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলো তারা।

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানা পুলিশ ২১-৩-২০২৫ তারিখ রাত অনুমান ২:২৫ ঘটিকার সময় বাড়ীমধুপুর ফুলবাড়ী কাঁচারাস্তা সংলগ্ন জনৈক মনিয়ার মিয়া এর নির্মাণাধীন বিল্ডিং এ অভিযান পরিচালনায় গেলে আসামীরা পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে গেলে পরবর্তীতে সোর্স এর মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন (১)জাহাঙ্গীর আলম(২৭),পিতা-জয়নাল আবেদীন সাং-উত্তর দুড়াকুটি,বাহাগিলী (২)রাফি হোসেন রিপন(১৯),পিতা-মৃত ফিরোজুল ইসলাম, সাং-কামারপুকুর,থানা-সৈয়দপুর(৩)মুন্না ইসলাম,পিতা-মৃত লাল মিয়া,সাং-সীট রাজীব, কিশোরগঞ্জ (৪)আইনুল(২৪),পিতা-মহুবার, সাং-মধুপুর কুঠিয়াল পাড়া,নিতাই কিশোরগঞ্জ। আসামিদের কাছ থেকে ভিসা প্রতারণার বিভিন্ন আলামত ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি জানান,আসামিদের গ্রেপ্তার করে সাইবার নিরাপত্তা ২০২৩ আইনে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর