সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে অতি-দরিদ্র পরিবারের পারিবারিক আয় বৃদ্ধি
এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অর্থ সহায়তা হস্তান্তর কর্মসূচী ২০২৫ অনুষ্ঠিত। ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং
বৃহস্পতিবার কাহারোল এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে উপজেলা
অডিটোরিয়াম হল রুমে বিকেলে অতিদরিদ্র পরিবারের পারিবারিক আয় বৃদ্ধি ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে
উপজেলার মোট ৩৩ হাজার ৮৭১ টি পরিবারেরর মধ্যে ৪শত জনকে প্রত্যেককে ১৮হাজার ৩৩৩ টাকা করে নগদ
বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের সাথে নগদ
অর্থ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। অর্থ পেয়ে উপকার ভোগীরা বলেন
আমরা পরিবারের আয় বৃদ্ধির জন্য গরু বা ছাগল কিনে পালন করব তাছাড়া ওয়াল্ড ভিশন আছে বলে, আমরা
গরিবরা অনেক সুবিধা পাচ্ছি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ
কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ আলী, ইউপি চেয়ারম্যান আ স ম মনোয়ারুজ্জামান, উপজেলা সমাজসেবা
অফিসাার মোঃ রাজুল ইসলাম, রসুলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাসেল প্রমূখ। এসময়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাহারোল এপি ম্যানেজার লাভলী লাকী বিশ^াস, ফাইন্যান্স অফিসার
নিখিল গাইন, সিনিয়র প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ^াস, প্রোগ্রাম অফিসার ফিলিপ বিশ^াস,
আলবিনুশ সরেন, বাপ্পি জয়ধর, স্পন্সরসীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার মার্টিন সিংহ ও স্পন্সরসীপ এন্ড
চাইল্ড সিস্টেম অফিসার কচি হালদার।
কাহারোলে অতি -দরিদ্রদের মাঝে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক অর্থ বিতরণ
Facebook Comments Box