রংপুর নিউজঃ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ক্রিকেট দলকে দেশে ফেরার পর সংবর্ধনা দেওয়ার কথাও বলেছিলেন নোবেলজয়ী এই উপদেষ্টা। অবশেষে আগামীকাল (বৃহস্পতিবার) তার সঙ্গে দেখা হচ্ছে শান্ত-লিটনদের।
বিসিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ পর্বটি অনুষ্ঠিত হবে। পাকিস্তানে খেলা টেস্ট স্কোয়াডের সদস্য ছাড়াও বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ আরও দুইজন বোর্ড পরিচালকের সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের পর অধিনায়ক শান্তকে ফোন করেন ইউনূস। ফোনে তিনি বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’
এরপর দেশে ফিরে শান্ত জানান, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি দেখা করতে চেয়েছেন। সাকিব ভাইয়ের বিষয়টি আলাদা। প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। আমরা সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতখানি নিবেদিত। সব সময়ই দলের ফলাফলে অবদান রাখতে মুখিয়ে থাকেন। অবশ্যই যখন দেখা হবে, সুযোগ থাকলে এটা নিয়ে কথা হবে। এতটুকু বলতে পারি, আমরা সবাই সাকিব ভাইয়ের পাশে আছি।’
শান্তর কথা অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিব ইস্যুতে আলোচনা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তারপর থেকে চারদিকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই ঘটনায় সতীর্থদের পাশে পাচ্ছেন সাকিব।