Saturday, March 15, 2025
Homeরংপুরউৎসব না হলেও জানুয়ারিতেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী নতুন বই পাবে

উৎসব না হলেও জানুয়ারিতেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী নতুন বই পাবে

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর প্রতিনিধি:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন ‘আগামী বছর ঘটা করে নতুন বই প্রদান উৎসব পালন করা সম্ভব না হলেও জানুয়ারিতেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ শিক্ষার্থী নতুন বই পাবে।’

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে রংপুর আরডিআরএস প্রাঙ্গনে ‘পঞ্চম ধাপের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

প্রাথমিকের নতুন বইয়ের সিলেবাসে কিছু পরিবর্তনসহ গণঅভ্যুত্থানের বিষয় অর্ন্তভুক্ত করা হয়েছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয়করণের আগে নিয়োগ পাওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের তাদের মান উন্নোয়নের উপর জোর দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিমসহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর