মোঃ নুরুন্নবী মিয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
হৃদয় থেকে দৌড়াই গর্ব নিয়ে শেষ করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক তরুণ তরুণী অংশ নেয়।
আজ বুধবার বামনীপাড়া ওয়েল ফ্যাডার এসোসিয়েশন আয়োজনে সকাল ৭ টা ২০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ঘাগায়ো ইউনিয়নের বাদশা খেয়া ঘাট পয়েন্ট থেকে ম্যারাথন দৌঁড় শুরু হয়ে প্রায় দশ কিলোমিটার দূরত্বে একই স্থানে গিয়ে শেষ হয় ৮ টায়। ম্যারাথনে ৪০ মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়ে গাইবান্ধার সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ক্রীড়াবিদ মো. আব্দুস সাত্তার প্রথম স্থান অর্জন করেন।
ম্যারাথনে অংশ নেয়া প্রথম ১০জনকে নগদ অর্থ ও মেডেলসহ সর্বমোট ৫০ জনকে সনদ প্রদান করা হয়।
এ সময় সমাপনী ও পুরষ্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর রেদোয়ানুজামান রূপম,সিনিয়র এডিশনাল এসপি, তৌহিদুল ইসলাম লুপম, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার জ্যোতিময় সরকার, সরকারি শিক্ষক মাজেদুল হাসান প্লাবন, ড.সাইদুল রহমান,নাইমুল ইসলাম নিশাত, সফিউল হাসান সাইদ সহ আরো অন্যরা।