মোঃআব্দুল্লাহ আল মামুন, নীলফামারী প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে জেলার ডোমারে মানববন্ধনসহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বোড়াগাড়ী ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান বাবু, ইউপি সদস্য জয়নাল,মহিলা সদস্য সাফিনা, ইউপি সদস্য স্বপন, ডোমার ইউপির প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন, কেতকিবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদসহ অন্যরা।
মানববন্ধন শেষে ডোমার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ইউপি সদস্যরা।
ইউপি সদস্যরা বলেন, আমরা কোন দলের না। আমাদের ৫ বছরের জনগন নির্বাচিত করেছে। আমরা চাই আমাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে । এই সময়ে আমাদের অপসারন করা হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাই মেয়াদ শে্ষ না হওয়া পর্যন্ত যাতে আমাদের অপসারন করা না হয়।