Saturday, March 15, 2025
Homeদিনাজপুরঅপারেশন ডেভিল হান্টে আওয়ামি লীগ নেতা খায়রুল গ্রেফতার

অপারেশন ডেভিল হান্টে আওয়ামি লীগ নেতা খায়রুল গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃআব্দুল ওয়াদুদ মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. খায়রুল আলম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত খায়রুল আলম রাজু বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ফসি উদ্দিন মণ্ডলের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে সংঘটিত এক সংঘর্ষের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ আরও ২৫০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার আসামি হিসেবে খায়রুল আলম রাজুকে যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্টের” আওতায় গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর