আজঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ -এ ২০ আশ্বিন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

ভুরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা নিখিল চৌধুরী গ্রেপ্তার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Admin

আপডেটঃ 18 সেপ্টেম্বর, 2025

কুড়িগ্রাম জেলার ভুূরুঙ্গামারী উপজেলায় নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামীলীগের সক্রিয় সদস্য নিয়ামুল আরিফ নিখিল চৌধুরী (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভুরুঙ্গামারীর কামাত আঙ্গারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নিখিল উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত সামছুল হক চৌধুরীর পুত্র। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকনের ভাই ও নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের চাচা।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা ও তৎপরবর্তী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন । ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ভুরুঙ্গামারীর কামাত আঙ্গারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা ও তৎপরবর্তী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম