রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে চীনা হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে চীনা হাসপাতাল বাস্তবায়ন দাবি কমিটির ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চীনা হাসপাতাল বাস্তবায়ন দাবি কমিটির ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ফজলার রহমান, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, প্রধান শিক্ষক আলী আকবর, অবসরপ্রাপ্ত শিক্ষক আকরামুজ্জামান টিটো, সমাজসেবক হোসাইন মোঃ সেলিম রেজা প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষ অংশগ্রহণ করে। দুপুর ১২ টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, তিস্তা প্রকল্প এলাকার নিকটবর্তী এ হাসপাতালটি স্থাপনের কথা রয়েছে। তাই আমরা তিস্তা সংলগ্ন এলাকার মানুষ হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা টটুয়ার ডাংগায় হাসপাতালটি স্থাপনে সুবিধাজনক স্থান মনে করি। তাই আমরা সরকারের কাছে এ স্থানে হাসপাতালটি স্থাপনের দাবি করছি।