মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে কারিগরি শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে দেশব্যাপী একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিলের কর্মসূচি হিসেবে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে একটি কাফন মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে অবস্থান নেয়। ৩০ মিনিট অবস্থান শেষে তারা পুনরায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে এসে মিছিলটি শেষ করে।
আগের দিন বৃহস্পতিবার রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে নানাভাবে আন্দোলন চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তালবাহানা করেছে। তাই নিজেদের দাবি আদায়ে ছুটির দিন শুক্রবারেও আন্দোলন করতে হচ্ছে। আমরা স্পষ্ট করে বলছি, হাইকোর্টের রায়ে অবৈধভাবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের রায় বাতিল করতে হবে। সেই সঙ্গে পদবি পরিবর্তন ও মামলার সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদেরকে কোনো শক্তিই আন্দোলন থেকে হঠাতে পারবে না।