অনলাইন ডেস্কঃ
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) এবং মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩২)। অপরদিকে, শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম নামের দুই আসামিকে আদালত খালাস দেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৬ জুলাই র্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদেরের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ট্রাকে করে মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জের দিকে পাচার করা হচ্ছে। পরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বিনিময় পেট্রোল পাম্প এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন কয়েকটি ট্রাকে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ট্রাক মালিক সোহেল রানা, চালক আবুল কালাম আজাদ ও হেলপার আসাদুল ইসলামকে আটক করে র্যাব। এ ঘটনায় এসআই আব্দুল কাদের বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন।