Saturday, April 19, 2025
Homeনীলফামারীনীলফামারীতে গণশুনানি উপলক্ষে দুদকের সংবাদ সম্মেলন

নীলফামারীতে গণশুনানি উপলক্ষে দুদকের সংবাদ সম্মেলন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি রোধে ও জনগণের কাছে সহজ ও স্বচ্ছভাবে সেবা পৌঁছে দিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) নীলফামারীতে এক গণশুনানির আয়োজন করেছে। এ উপলক্ষে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া এ তথ্য জানান।
জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আগামী ২০ এপ্রিল নীলফামারী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ গণশুনানিতে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপ-পরিচালক মো. শাওন মিয়া জানান, “সেবার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ শুনানিতে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আগামী ১৭ এপ্রিলের মধ্যে নির্ধারিত ফরমে অভিযোগ দাখিল করতে পারবেন এবং অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে। এছাড়া দুদকের হটলাইন ১০৬ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে। ইতোমধ্যে অভিযোগ গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এ গণশুনানিতে অংশ নিয়ে অভিযোগ তুলতে পারবেন সেবা প্রত্যাশীরা।”
তিনি বলেন, “কোনো ব্যক্তি অবৈধভাবে কী অর্জন করেছে তা নিয়ে দুদক প্রথমে অনুসন্ধান করবে এবং প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও নাগরিক হয়রানির মতো অভিযোগ দুদক গ্রহণ করে থাকে। গণশুনানির মাধ্যমে জনগণের হয়রানি ও দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদান নিশ্চিত করা হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাবদারুল ইসলাম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সভাপতি তাহমিন হক ববি, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, বর্তমান সাধারণ সম্পাদক নূর আলম প্রমুখ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর