কুড়িগ্রাম প্রতিনিধি :
ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশব্যাপী গণ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা গণ আন্দোলন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গন থেকে গণ আন্দোলন কর্মসূচি শুরু হয়। সমবেত ছাত্রশিবির একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়ায় মুক্তিযোদ্ধা ফলকের কাছে সমাপ্ত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
Facebook Comments Box