ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে ইসরাইলি সকল পণ্য বর্জনের ঘোষণা দেন তারা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পঞ্চগড় আদালত চত্বর থেকে জেলা আইনজীবী সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পড়ে মহাসড়ক প্রদক্ষিণ করে চৌড়ঙ্গী মোড়ের শের-ই বাংলা পার্কের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন- আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি, গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাড. আকবর হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, ‘শুধু ফিলিস্তিন নয় বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর হামলা হচ্ছে। ভারতে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর হচ্ছে। ফিলিস্তিনে আল আকসা মসজিদ ভাঙা হয়েছে। আমরা বলতে চাই, আমাদের কুরআন; আমাদের ইসলাম আমাদেরকে মানুষ হত্যা করতে শেখায়নি। আজকে বিশ্বের ২০০ কোটি মুসলমান জাগ্রত হলে ইহুদিরা পালানোর জায়গা পাবেনা। ফিলিস্তিনিদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে, তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সারা বিশ্বের সব মুসলমান ফিলিস্তিনিতে পরিণত হবে।’
তারা আরো বলেন, ‘কোন অত্যাচারী পৃথিবীর বুকে টিকে থাকতে পারেনি, ইসরাইলের ইহুদিরাও টিকে থাকতে পারবেনা। তবে আমাদেরকে অবশ্যই ইসরাইলি পণ্য বর্জন করতে হবে।’ ব্যবসায়ীদের ইসরাইলি পণ্য বিক্রি না করবার অনুরোধ করেন বক্তারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুল হান্নান, আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াসিনুল হক দুলাল, আনোয়ারা বেগম, সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান মিলন, হাফিজুর রহমান মুরাদ প্রমূখ।