মোঃ রেজাউল করিম স্বাধীন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা ডাক্তার সঙ্কটে চরমভাবে ব্যাহত হচ্ছে । হাসপাতালে মোট চিকিৎসকের ১৯টি পদের মধ্যে ১৬ টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ৩ জন চিকিৎসকের মধ্যে ২জন মেডিকেল অফিসার ও ১জন ডেন্টাল সার্জন রয়েছে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে প্রতিদিন প্রায় তিনশ থেকে সাড়ে তিনশ রোগী চিকিৎসা নিতে আসে। জরুরি বিভাগে প্রায় ৪০ থেকে ৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছে। এত সংখ্যক চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ । নবাবগঞ্জ উপজেলা থেকে ৬০ কিলোঃ দূরে অবস্থিত দিনাজপুর জেলা শহর, উপজেলা থেকে জেলা শহর দূরে হওয়ায় এখানকার মানুষের একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স।
চিকিৎসা সেবা নিতে আসা জনৈক নুরু বলেন, চিকিৎসক সংকটের কারণে বেশিরভাগ রোগীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়।এখানে চাহিদা অনুযায়ী চিকিৎসক থাকলে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত হতো।
এছাড়াও আরে জানা যায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কটের পাশাপাশি বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। এক্সরে মেশিন এবং আলট্রাসনোগ্রাম থাকলেও, জনবল না থাকায় সেগুলো বন্ধ রয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ( ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা.সোলায়মান মেহেদী বলেন,আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি রোগিদের চিকিৎসা দেওয়ার জন্য। ২৪ ঘণ্টা জরুরি বিভাগ চালু রাখতে হচ্ছে। জনবল কম থাকলেও রোগিদের সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে চিকিৎসক সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছে রোগীরা।
দিনাজপুর সিভিল সার্জন কর্মকর্তা ডা.মো. আসিফ ফেরদৌস মুঠো ফোনে চিকিৎসক সংকটের কথা স্বীকার করে বলেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মৌখিক ও লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছি।