Saturday, April 19, 2025
Homeকুড়িগ্রামগাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে নাগেশ্বরীতে বিক্ষোভ

গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে নাগেশ্বরীতে বিক্ষোভ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আব্দুল হাই, নাগেশ্বরী (প্রতিনিধি) কুড়িগ্রাম:
বর্বর ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুসহ গণহত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ই মার্চ) জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলার শাখা কর্তৃক আয়োজিত উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়ার নেতৃত্বে বিকেল ৫টার দিকে কলেজ মোড় বাসস্ট্যান্ডে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বলদীটারী প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ করে।

উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ মিয়া ও সাবেক পৌর আমীর আফজাল হোসেন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুল ইসলাম খন্দকার বেলাল মাস্টার, পৌর আমীর মাওলানা মকবুল হোসাইন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জেলাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধ করতে ও সরকারি নির্দেশনায় ইসরাইলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানানো সমাবেশ থেকে। ইসরাইলের বিরুদ্ধে ঘোষণা করলে সকল মুসলমানদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বানও জানান বক্তারা।

জামায়াত শিবিরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের মুসলিম তৌহিদী জনতা গাজায় ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে মিছিলে স্বর্তস্ফূত ভাবে অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর