Saturday, April 19, 2025
Homeসারাদেশকেরানীগঞ্জে তিন কার্টনে মিলল খণ্ডিত লাশ, আরেকটিতে মাথা

কেরানীগঞ্জে তিন কার্টনে মিলল খণ্ডিত লাশ, আরেকটিতে মাথা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ
ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা দুটি ফলের কার্টুন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির (পুরুষ) মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথা না থাকাইয় পরিচয় শনাক্ত করা যায়নি তখন। অবশেষে লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম সবুজ। তিনি সাভার থানাধীন যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। নিহতের মামা মহসিন তার লাশটি শনাক্ত করেছেন।

শুক্রবার (০৪ এপ্রিল) বিকেলে উপজেলার মেদেনীমণ্ডল খানবাড়ি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে এ খণ্ডিত অংশ পাওয়া যায়।

নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত সবুজ বনানী একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) থেকে সবুজ নিখোঁজ ছিল। বিকেলে সাভার থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজের জিডি করা হয়। শুক্রবার সকাল থেকে নিহতের মোবাইল বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টার দিকে পলিথিনে মোড়ানো একটি খণ্ড কুকুরকে টানাটানি করতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে যায় এবং তাতে মানুষের অস্তিত্ব খুঁজে পায়। পরে স্থানীয় লোকজন ৯৯৯-এ কল করে পুলিশকে জানালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে আসে।

পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার টিম ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। তবে আলামত যেন নষ্ট না হয় সে কারণে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম পলিথিন খুলে মানবদেহের অংশগুলো পর্যবেক্ষণ করে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান জানান, ঢাকার কেরানীগঞ্জে এ ধরনের মানবদেহের খণ্ডিত অংশ পাওয়ার খবর পেয়েছি। সেখানে কাজ করে সিআইডি ও পিবিআই। পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞ টিম মুন্সীগঞ্জে কাজ শুরু করে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর