Saturday, April 19, 2025
Homeসারাদেশপ্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ

রাজধানীর পল্লবীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।

গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম মো. তোফাজ্জল (১৬), অপরজন রিয়াদ হোসেন (১৮)। মোটরসাইকেলটি চালাচ্ছিল তোফাজ্জল।

এই তথ্যের সততা নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান। তিনি বলেন, যত দূর জানতে পেরেছেন, গতকাল রাতে দুই বন্ধু তোফাজ্জল ও রিয়াদ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। কালশী ফ্লাইওভারে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতাল সূত্র জানায়, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

পুলিশ বলেছে, এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। আর প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে।

নিহত রিয়াদের মামাতো ভাই রাসেল মিয়া বলেন, চাঁদপুরের গ্রামের বাড়ি থেকে রিয়াদ ঢাকায় তাঁর বন্ধু তোফাজ্জলের বাসায় বেড়াতে এসেছিলেন। গতকাল রাতে তাঁরা দুর্ঘটনার খবর পান।

তোফাজ্জলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সে ঢাকার মাটিকাটা এলাকায় থাকত।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর