নুরুল আমিন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সালেকুর রহমান শাকিল (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ এপ্রিল শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত শাকিল উপজেলার সদর ইউনিয়নের উত্তর দেওয়ানের খামার গ্রামের অবসরপ্রাপ্ত সাবরেজিস্টার আমজাদ হোসেনের পুত্র।
পুলিশ জানায়, ৪ আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ভুরুঙ্গামারী বাজার এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ ৪ এপ্রিল গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।