Saturday, April 19, 2025
Homeসারাদেশগাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

গাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ
গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশু নিহত হয়েছেন। এতে অটোরিকশাচালক ও আরও ৩ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী বাস অটোরিকশাকে চাপা দেয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, আজ সোমবার সকাল ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি অটোরিকশা গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী বাস চাপা দেয়। এ সময় অটোরিকশাতে থাকা শিশু যাত্রী তাবাসসুম (৫) ও ফুফু ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। নিহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর