রংপুর নিউজ ডেস্কঃ
চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এবং ছয়জন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
Facebook Comments Box