অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আব্দুর রউফ (লাভলু) ফাউন্ডেশনের উদ্যোগে ধরলার চরাঞ্চলের পাঁচ শতাধিক দুস্থ বাসিন্দাদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ধরলা নদী সংলগ্ন সোনাইকাজী দারুস সালাম হাফেজিয়া মাদরাসার মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে ৫’শ চরাঞ্চলের বাসিন্দাদের ৫০০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মুসুর ডাল ও ১ কেজি চাল প্রত্যেকের মাঝে বিতরণ করা হয়। ঈদের এ সব সামগ্রী পেয়ে অনেকেই খুশি মনে বাড়ি ফিরেছেন।
নাম প্রকাশের অনিচ্ছুক এক দিনমজুর জানান, প্রতি ঈদের মতো এবারও আব্দুর রউফ লাভলু ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের ঈদসামগ্রী দিয়েছেন। এই ঈদে সামগ্রী পাওয়ায় নাতি-নাতনিদের মুখে হাসি ফুটবে। ঈদও ভালো কাটবে। আমি এই ফাউন্ডেশনের সাফল্য কামনা করছি।
৭৫ বছের এক বৃদ্ধাকে দেখা গেছে, ঈদের সামগ্রী পেয়ে মনের আনন্দে বাড়িতে যাচ্ছেন। ঈদ উপহার পেয়ে কেমন লাগছে আপনার এমন প্রশ্ন করলে তিনি কি কমু বাহে, অনেক অনেক খুশী লাগছে। ডাক্তার বাবুর জন্য প্রতি বছর ঈদ উপহার পাই। আমরা ডাক্তার বাবুর জন্য দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, আব্দুর রউফ লাভলু ফাউন্ডেশনের কর্ণধার ও রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক এবং উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডা: শাহাদত হোসেন, প্রেসক্লাব ফুলবাড়ী এর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রভাষক আরাবুর রহমান পাশা, ফুলবাড়ী সদর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুুর রহমান প্রমুখ।
আব্দুর রউফ লাভলু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক এবং উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডা: শাহাদত হোসেন জানান, আমি টানা ১০ বছর ধরে দুই ঈদে চেষ্টা করছি অসহায় গরিব-দুঃখীদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে একটু হাসি ফোটাতে। তিনি বলেন, দুই ঈদ ছাড়াও বন্যা কবলিত বিভিন্ন এলাকায় অসহায় মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ ও শীতে কম্বল বিতরণ করে আসছি। যতদিন থাকবো এই কাজগুলো অব্যাহত থাকবে।