ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে মহান ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) পঞ্চগড় জেলা প্রশাসন এর আয়োজনে সকাল সারে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় পঞ্চগড়ে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ২৫মার্চ গণহত্যা দিবসের নির্মমতা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবেত আলী, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে আমীর মাওলানা ইকবাল হোসাইন, রণাঙ্গনে সরাসরি যুদ্ধে অলশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কেএম আব্দুল হালিম, জেলা নারী ও শিশু ট্রাইব্যাল এর বিজ্ঞ পিপি জাকির হোসেন, জেলা সিভিলসার্জন ডাঃ মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে জেলা ও দায়রাজজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতা শুধুমাত্র চার অক্ষরের একটি শব্দ নয়। এর পিছনে অনেক ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম ও রক্ত ঝড়েছে। ১৯৭১ সালের ২৫মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরতম হত্যাকান্ড পরিচালনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর কোথাও এত কম সময়ে এত বেশি মানুষ হত্যা করা হয়নি। এ দিবসটি পালনের তাৎপর্য শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করা এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা সঞ্চারিত করতে পারলে দিবসটি পালন স্বার্থক হবে।