Tuesday, April 1, 2025
Homeআইন-আদালতঅপরাধ ও দুর্নীতিবিয়ের দাবিতে ভাগ্নের বাড়িতে মামীর অনশন

বিয়ের দাবিতে ভাগ্নের বাড়িতে মামীর অনশন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফয়সাল হক, চিলমারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের দাবিতে নুর হোসনা নামে এক নারী ভাগ্নে প্রেমিকের বাড়িতে অনশন করছেন। গত রবিবার (২৩ মার্চ) দুপুর থেকে প্রেমিক নাজমুল-এর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে, রাণীগঞ্জ ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে। প্রেমিক নাজমুল (২০) ওই গ্রামের দেলাবর রহমানের ছেলে। সাবেক স্বামীর সর্ম্পকে তারা মামী-ভাগ্নে।

বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, ২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তিনি প্রেমিক ভাগ্নের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান।

স্থানীয়রা জানান, নুর হোসনাকে ভাগ্নের সাথে অন্তরঙ্গ মর্হুত দেখতে পেয়ে তার সাবেক স্বামী মিন্নাতুল ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দেন। এর কয়েক মাস পরে মিন্নাতুল তার স্ত্রীকে তালাক দেন।

এদিকে বাড়ীতে না থাকায় এ নিয়ে নাজমুল হোসেনের মন্তব্য পাওয়া যায়নি। তবে নাজমুল এর মা বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি, আমার ছেলে এখনো পড়াশুনা করে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ মোশাহেদ খান বলেন, এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। জানালে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর