অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে স্বামীর বাড়ি থেকে দুই কিলোমিটারের মধ্যেই মিললো স্ত্রীর ঝুলন্ত মরদেহ। সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর থানার পাঁচগাছি ইউনিয়নের আরাজি কদমতোলা এলাকার রফিকুল ইসলামের গোয়াল ঘর থেকে স্মৃতি রাণী (৩৭) নামের এক ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । পরে ওই নারীর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত ওই নারী একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কার্তিক চন্দ্রের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানান, নিহত স্বৃতি রানীর স্বামী ঢাকায় কাজে গেছেন। তিন সন্তান নিয়ে সে বাড়িতেই থাকতেন। তার স্বামীর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে আরাজি কদম তোলা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘর থেকে সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিব উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।