Wednesday, April 2, 2025
Homeঠাকুরগাঁওএকদিনে ঠাকুরগাঁওয়ে ৩ জনের আত্মহত্যা

একদিনে ঠাকুরগাঁওয়ে ৩ জনের আত্মহত্যা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ১ দিনে এক যুবক, এক কিশোরী ও এক শিশু আত্মহত্যা করেছে।

যুবকের আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায় যে পারিবারিক কলহের জেরে গতকাল শনিবার (২২ মার্চ) রাতে রাজু আহমেদ (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা আরো জানান, রাজু আহমেদ দুই বছর আগে লস্করা পুকুরপাড়ার আব্দুল খালেকের মেয়ে রানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে,শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন তিনি।

গতকাল শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে দুজন আলাদা ঘরে ঘুমাতে যান। আজ রবিবার (২৩ মার্চ) সকালে স্ত্রী রানী স্বামীকে ডাকতে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকা ডাকির পরেও যখন দরজা খুলছে না।

পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখেন, রাজু ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই রাজু আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

পরের ঘটনাটি ঘটে সদর উপজেলার আকচা ইউনিয়নে।

পূজা রানী (১৫) নামের এক কিশোরী নিজ শয়ন ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
পরিবারের সদস্যরা জানান যে ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।

এই বিষয়ে পুলিশ জানায়, কিশোরীর আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

মা বকাবকি করায় অভিমানে আত্মহত্যার ঘটনা ঘটেছে পীরগঞ্জ উপজেলার করনা ছোট মহেশপুর গ্রামে।
মা বকাঝকা করায় আসাদুল (১১) নামের এক শিশু গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

এই বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, গতকাল শনিবার (২২ মার্চ) রাতে মা বকাঝকা করেন।

এতে সে অভিমান করে বাড়ি থেকে কিছু দূরে গিয়ে ।

আজ রবিবার (২৩ মার্চ) সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এই বিষয়ে পীরগঞ্জ থানার ওসি মো: তাজুল ইসলাম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মায়ের সামান্য বকাঝকায় শিশুটি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে আরো তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর