Wednesday, March 26, 2025
Homeকুড়িগ্রামপানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, পরিবারে চলছে শোকের ছায়া

পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, পরিবারে চলছে শোকের ছায়া

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু দুই শিশু হলো কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা দুইজন মামাতো-ফুফাতো ভাই–বোন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশুর মা-বাবাসহ পরিবারের মধ্যে এক শোকের ছায়া নেমে আসে। দুই সন্তানের মৃত্যুকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন দুই শিশুর বাবা-মা।

নিহত শিশু রিয়া মণির দাদা শামসুল ফকির কান্না জড়িত কণ্ঠে জানান, দুপুরে আতিকুর রহমান তার দাদার সাথে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে ফুফাতো বোন রিয়া মণির সাথে বাড়ি থেকে সবার অজান্তে খেলতে বের হয়। খেলতে খেলতে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে মারা যায়। এটা কোন ভাবেই মেনে নিতে পাড়ছি না বাহে? কয়েক পর ঈদ। বাড়িতে ঈদের আনন্দ বিরাজ করছে। ছেলেটা কাল পরশুর মধ্যে ঈদে নতুন পোশাক কেনাকাটার জন্য শহরে যেতে। ঈদের আনন্দটা মুহূর্তে মাঠি হয়ে গেলো। নাতনিটা আমাদেরকে ছেড়ে চলো গেলো। নাতনির মৃত্যুটা কোনো ক্রমেই মানতে পাড়ছি না। মনে হয় এখনো চোখের সামনে খেলা করছে। এভাবে বলতে বলতে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

রিয়া মণির ফুপা ইছামুদ্দিন জানান, দুপুরের পর থেকে দুইজনকে পাওয়া যাচ্ছিল না। তাদেরকে অনেক খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে তাদের ভাসতে দেখতে পাওয়া যায়। মৃত্যু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করা হয়।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করেছে। কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ পরিবারের নিকট দেয়া হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর