মোঃ রেজাউল করিম স্বাধীন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর নবাবগঞ্জে ফিলিস্তিনের গাজায় মুসলিমদের প্রতি ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে ভাদুরিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভাদুরিয়া তৌহিদী ছাত্র-জনতা।
বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে ভাদুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার নতুন মসজিদের সামনে এসে মিছিল টি শেষ হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী গালিব হাসান বলেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চার শতাধিক ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে।
এসময় তৌহিদী ছাত্র জনতাসহ স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষরা বিক্ষোভে অংশ নেয়।