ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১৯ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালযের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে জেলা মহিলা দল ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজনের করে।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি, সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম, পৌর মহিলা দলের আহ্বায়ক সেলিনা করিমসহ অনেকে।
বক্তারা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে বৃদ্ধ নারী পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছেন। নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে ফাঁসির দাবি জানানো হয়।