Home আইন-আদালত অপরাধ ও দুর্নীতি ভেজাল তেল বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

ভেজাল তেল বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

ভেজাল তেল বিক্রির অভিযোগে তেলের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

মো:আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় পামওয়েল তেলকে সয়াবিন তেল হিসবে বিক্রি, ওজনে কম ও অনুমোদনহীন তেল বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এক ডিলারকে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলার মেসার্স ফারুক ট্রেডার্সের ডিলার ফারুক আহমেদের গোডাউন থেকে বিভিন্ন নামহীন ব্র্যান্ডের সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদিত নয়। এছাড়া বোতলজাত তেলের ওজন নির্ধারিত মান অনুসারে না থাকা এবং বাজার মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারি দলটি বোতলজাত পামওয়েল তেলগুলো ড্রামে ঢেলে খালি বোতলগুলো জব্দ করে। তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, পামওয়েল তেলকে সয়াবিন হিসেবে বিক্রি ও ওজনে কম থাকার পরও আটককৃত তেলগুলো জব্দ না করার কারণ তারা খুঁজে পাচ্ছেন না। তারা বলেন, তেলগুলো জব্দ করা উচিত ছিল।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. সামসুল আলম। অভিযানে সহযোগিতা করেন ডোমার থানা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক মো. সামসুল আলম জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here