Tuesday, March 18, 2025
Homeনীলফামারীনীলফামারীতে প্রাথমিক শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

নীলফামারীতে প্রাথমিক শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেল ফেরত প্রদানের নির্দেশপত্র বাতিল, প্রশাসনিক ট্রাইবুনালের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে সোমবার (১৭ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে যান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
প্রাথমিক শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখার আহবায়ক হামিদুল ইসলাম জানান, সারা দেশে জাতীয়করণকৃত ৪৮ হাজার ৭২০ জন শিক্ষকের উত্তোলিত টাইমস্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাই। দাবী আদায়ে সারাদেশে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে।
এ সময় সংগঠনের সদস্য সচিব মোছাব্বের হোসাইন, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম ও সাবেক সভাপতি ইয়াকুব আলী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর