নুরুল আমিন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি উপলক্ষ্যে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ শনিবার বিকেলে সদর হাসপাতাল সড়ক সংলগ্ন মাকসুদা আজিজ লাইব্রেরিতে Community Advanced Development Association (CADA) এর সহযোগিতায় ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির আয়োজনে আগামী ৫ এপ্রিল শনিবার মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন ২০২৫ উদ্বোধন উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থার মডেলে এ প্রকল্পের আওতায় যেসব কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, প্রেরণাদায়ক সেবার আয়োজন: বিভিন্ন পেশাজীবীদের নিয়ে যেমন কৃষক, গৃহিণী, শিক্ষক, ব্যবসায়ী, কর্মকর্তাবৃন্দ। শিক্ষার্থীদের নিয়ে আত্ম উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে নিয়ে ক্লাস ভিত্তিক প্রাথমিক নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পর্যায় বিভিন্ন প্রতিষ্ঠানে সেমিনার আয়োজন। তাদের সংশ্লিষ্ট প্রোগ্রামগুলো বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। সময় নিষ্ঠার আইন প্রণয়নের জন্য ব্যবস্থা করতে চাপ প্রয়োগ, যারা সময়নিষ্ঠতার যথাযথ ব্যবহার এবং আশানুরূপ ফলাফল আনতে পারবে তাদের জন্য পুরস্কার এর ব্যবস্থা করা। প্রসার ও প্রচারণার মধ্যে রয়েছে, বিভিন্ন মাধ্যমে প্রচার যেমন ফেসবুক, ইউটিউব, প্রচার পত্র, র্যালি করা (সাইকেল, পায়ে হেঁটে), ব্যাগ, মগ, টি শার্ট, ক্যাপ, ইত্যাদির মাধ্যমে প্রচার করা। ইউনিয়ন ও গ্রামে সময়নিষ্ঠা ও আত্ম উন্নয়নমূলক বুক কর্নার বা ছোট ছোট পাঠাগার প্রতিষ্ঠা করা ইত্যাদি।
উক্ত অনুষ্ঠানে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির প্রধান সমন্বয়ক বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস (বগুড়া) এর মেডিকেল অধ্যাপক ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আইডিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান (মারুফ), মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক রইচ উদ্দিন বাদশা, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমজাদ হোসেন, কোর মেম্বার মতিয়ার রহমান মুরাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।