Monday, March 17, 2025
Homeআইন-আদালতঅপরাধ ও দুর্নীতিআওয়ামী লীগ নেতাদের দাপটে বাড়িছাড়া রাজারহাটের এক অসহায় পরিবার

আওয়ামী লীগ নেতাদের দাপটে বাড়িছাড়া রাজারহাটের এক অসহায় পরিবার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামের ফারুক আহম্মেদ ও তার পরিবার তাদের দাফটে এখনো বাড়িছাড়া। ন্যায় বিচার চেয়ে শনিবার রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারুক আহমেদ ও তার স্ত্রী আনজুয়ারা বেগম বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারের ছেলে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও সোহেল রানা দীর্ঘদিন থেকে আমাদের জমি জবরদখল করে ভোগ করছেন। শুধু তাই নয়, আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে বাড়িছাড়া করেন। আমরা এখন প্রাণের ভয়ে বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় পালিয়ে বেড়াচ্ছি। এছাড়াও তারা আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন।
তারা আরও জানান, আওয়ামী লীগ দোসরদের দাপটে আমি ও আমার পরিবারের সদস্যদের নিয়ে পীরগাছায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে আছি। বর্তমানে পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছি। কোন উপায়ন্তর না পেয়ে পীরগাছা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দোসর আব্দুস সাত্তারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারসহ ভূক্তভোগী পরিবার তাদের আপনগৃহে ফিরে যাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এব্যাপারে অভিযুক্ত আব্দুস সাত্তার মোবাইলে জানান, জমি দখলের বিষয়টি মিথ্যা। আর আমরা কেউ আওয়ামী লীগের সাথে জড়িত নই।
রাজারহাট থানা ওসি তসলিম উদ্দিন মোবাইলফোনে জানান, এবিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর