নুরুল আমিন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড ২২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল দল ভারত হতে পাচার করে আনা অস্ত্র ও ৩৩ হাজার ১শ গোলাবারুদ আটক করেছে ।
১৪ মার্চ শুক্রবার রাত আনুমানিক ১১:৫৫ মিনিটের সময় ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার ৯৮৫/৩ এস এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল অস্ত্র ও গোলাবারুদ পাচারের গোপন তথ্য পেলে ঐ তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক এর পরিকল্পনা ও দিক নির্দেশনা এবং তার নেতৃত্বে কুড়িগ্রাম ২২বিজিবি ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপি হতে একটি ১৯ সদস্যের বিশেষ চৌকস টহলদল গোপনে পিলার ৯৮৫/৩ এস এর অদূরে অবস্থান নেয়।
পরবর্তীতে কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহল দলটি উক্ত ব্যক্তিদেরকে আটকের উদ্দেশ্যে ধাওয়া করলে তারা সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে স্বজোরে দৌড়ে পালিয়ে যায়। টহলদল উক্ত স্থানে গভীর তল্লাশী অভিযান পরিচালনা করে ৮ লক্ষ ২৬ হাজার ২শত টাকা মুল্যের মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিষ্টন এ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি, এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) আটক করতে সক্ষম হয়।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ান এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তৎপর রয়েছে।
ইতিমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
ভবিষ্যতে এরকম অভিযান চলমান থাকবে।
Facebook Comments Box